দোয়েল চত্বরে গাছ চাপায় তরুণীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
রাজধানীর দোয়েল চত্বরের কাছে শিশু একাডেমির সামনের রাস্তায় একটি নারকেল গাছ ভেঙে রিকশার ওপর পড়ায় মিতু ঘোষ (২২) নামে এক তরুণী মারা গেছেন। এ ঘটনায় মিতুর সঙ্গী রিকশাযাত্রী ধনঞ্জয়সহ মোট সাতজন আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে শিশু একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
আহত অন্যরা হলেন, আবুজর গিফারী কলেজের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহাসিন খান (২১), সিএনজি আরোহী খোরশেদ আলম (৫৫), তার স্ত্রী সেলিনা আলম (৩৭) ও দুই মেয়ে সেহরীন আলম (২০), সাজরিন আলম (৮)। এছাড়া অজ্ঞাতপরিচয় এক নারী।
আহত ধনঞ্জয় জানান, মিতুর সঙ্গে তার এনগেজমেন্ট হয়েছিল। শুক্রবার তারা বই মেলায় এসেছিলেন। সেখান থেকে রিকশাযোগে সূত্রাপুরের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত ৭ জনকে ঢামেক এর জরুরি বিভাগে চিকিত্সা দেওয়া হয়েছে। এদের মধ্যে অজ্ঞাতনামা ওই নারীর অবস্থা সঙ্কটজনক।
