ডাকসু নির্বাচনে প্রগতিশীল ছাত্র জোটের প্যানেল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য প্যানেল ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোট।
সোমবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবীব রুম্মন।
ঘোষিত প্যানেলে ভিপি পদে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, জিএস পদে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর এবং এজিএস পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদেককে মনোনয়ন দেয়া হয়েছে।
প্যানেলের বাকিরা হলেন- রাজিব কান্তি রায় (মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), উলুল অমর তালুকদার (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), সুহাইল আহমেদ শুভ (কমনরুম ও ক্যাফেটরিয়া), মীম আরাফাত মানব (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), রাজিব দাস (সাহিত্য সম্পাদক), ফাহাদ হাসান আদনান (সাংস্কৃতিক সম্পাদক), শুভ্রনীল রায় (ক্রীড়া সম্পাদক), হাসিব মোহাম্মদ আশিক (পরিবহন সম্পাদক) ও ফয়সাল আল মাহমুদ (সমাজসেবা সম্পাদক)।
এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- মঈনুল ইসলাম তুহিন, আজিজুল ইসলাম, আমজাদ হোসেন, আফনান আক্তার, মৃণ্ময়, সালমান ফারসি, রাহাতিল রাহাত, আরমানুল হক, প্রান্ত প্রতীক, ফারহান খান পান্থ, মণীষা আকতার।
এর আগে রবিবার একই স্থানে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি)। ২ মার্চের পর দিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
-জেডসি
