ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১৯:৪২:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রিয়ভাষিণীকে নিয়ে প্রদর্শনী ‘সাজানো বাগান’ চলছে শিল্পাঙ্গনে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

রাজধানীর লালমাটিয়ার গ্যালারি শিল্পাঙ্গনে চলছে ফেরদৌসী প্রিয়ভাষিণীকে নিয়ে প্রদর্শনী ‘সাজানো  বাগান’। এই ‘সাজানো  বাগানে’ সবই রয়েছে শুধু তিনি নেই।

দেশের শিল্প ভুবনের অনন্য শিল্পী মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। প্রয়াত এই ভাস্করের সৃজনশীলতায় নতুন মাত্রা পেয়েছিল দেশের ভাস্কর্যশিল্প। মৃত বৃক্ষের শিকড়, গুঁড়ি, ডালপালা কিংবা পরিত্যক্ত বস্তুর মাঝে তিনি মেলে ধরেছেন বহুমাত্রিক শিল্পিত অবয়ব। শিল্পী পরিচয়কে ছাপিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ দেশের যে কোন আন্দোলনের তার সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।  ১৯ ফেব্রুয়ারি ছিলো এই কৃতি ভাস্করের জন্মদিন। 

এ উপলক্ষে রাজধানীর লালমাটিয়ার গ্যালারি শিল্পাঙ্গনে শুরু চলছে প্রিয়ভাষিণীকে নিবেদিত শিল্পকর্ম প্রদর্শনী। ‘সাজানো বাগান’ শীর্ষক বিশেষ এই প্রদর্শনীতে রয়েছে ফেরদৌসী প্রিয়ভাষিণীর চারটি শিল্পকর্ম। সেই চারটি শিল্পকর্মের সঙ্গে যুক্ত প্রিয়ভাষিণীর ছেলে কারু তিতাস ও মেয়ে ফুলেশ্বরী প্রিয়নন্দিনীর সৃজিত শিল্প, শিল্পকর্ম।

২২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান। প্রিয়ভাষিণীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতি বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক মফিদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পাঙ্গনের পরিচালক রুমী নোমান।

প্রদর্শনীতে প্রবেশ করতেই চোখে পড়বে নির্মল হাসিমাখা প্রিয়ভাষিণীর প্রতিকৃতি। সব মিলিয়ে প্রদর্শনীতে ৬৪ শিল্পকর্মে সাজানো হয়েছে। পক্ষকালব্যাপী এ প্রদর্শনী আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।