ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ৭:১২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার  ২৮ ফেব্রুয়ারি জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। এবারের মূল প্রতিপাদ্য ‘উন্নত ডায়াবেটিস সেবা পেতে আজই  ডিজিটাল নিবন্ধন করুন’।

ডায়াবেটিস একটি প্রাণঘাতী রোগ। এই রোগ হলে আর রক্ষা নেই। এমন সব ধ্যানধারণা আমরা পেছনে ফেলে এসেছি অনেকদিন আগেই। তবে হ্যা এটা সত্যি যে, ডায়াবেটিস এমন একটি রোগ যা কিডনি অকেজো, লিভার নষ্ট থেকে শুরু করে মারাত্মক জটিল সব রোগের জন্ম দিতে পারে। ডায়াবেটিস যে কারো হতে পারে আর এই রোগ হলে তা বয়ে বেড়াতে হয় জীবনভর। তবে এই রোগটিকে এখন আর ভয় পাওয়ার কিছু নেই। এই রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সবচেয়ে ফলপ্রসূ উপায় হলো সচেতনতা। 

আর সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারেও আজ  ২৮ ফেব্রুয়ারি পালিত হচ্ছে জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস।

বাংলাদেশ ডায়াবেটিস সমিতি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি। কয়েকজন সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিসহ ডা.মোহাম্মদ ইব্রাহিমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ডায়াবেটিস সমিতি। পরবর্তীতে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি তাদের প্রতিষ্ঠার এই দিনটিকেই জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ গ্রহণ করে।
 
প্রতিবরের মতো এবারেও ডায়াবেটিস সচেতনতা দিবসের পাশাপাশি পালিত হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

দিবসটি উপলক্ষে আজ  সকাল সাড়ে ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে টিএসসি পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবে সমিতির কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ। এছাড়াও বারডেম অডিটোরিয়ামে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান। 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য সচিব মো.আসাদুল ইসলাম। এর পাশাপাশি সকাল ৮টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আয়োজন করা হয়েছে একটি ফ্রি হার্ট ক্যাম্পের। সাথে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।

বংশে কারো ডায়াবেটিস থাকলে, ওজন খুব বেশি হলে ও নিয়মিত শরীর চর্চা না করলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এব্যাপারে সচেতন থাকলে ডায়াবেটিসের মতো ক্ষতিকর রোগ প্রতিরোধ করা সম্ভব।