ভাসানটেক বস্তিতে আগুন, দুই শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ১৪ নাম্বারে ভাসানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তির পাশের একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, দুপুর ১২টার পর ঘটনাস্থলের পাশের একটি ডোবা থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার রাতে সিআরপি হাসপাতালের পেছনে দুটি বস্তিতে আগুন লেগে পুড়ে যায় হাজারখানেক ঘর। অগ্নি নির্বাপক বাহিনীর ২১টি ইউনিট রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাষানটেক থানার ওসি সাব্বির আহমেদ বলেন, সরকারি জায়গায় ডোবার উপরে বাঁশের খুঁটি দিয়ে ঘর তুলে বস্তি দু'টি গড়ে তোলা হয়েছিল। আবুলের বস্তি ও জাহাঙ্গীরের বস্তি নামে পরিচিত বস্তি দু'টিতে আগুনে প্রায় এক হাজার ঘর পুড়ে গেছে। আবুলের বস্তির ক্ষতি হয়েছে বেশি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
-জেডসি
