ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ৩:৩৫:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতীয় পতাকা উত্তলন দিবস আজ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

আজ ২ মার্চ শনিবার জাতীয় পতাকা উত্তলন দিবস। গাঢ় সবুজের মাঝখানে লাল রঙের বৃত্তে আঁকা হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র এঁকে তৈরি হয়েছিল দেশের প্রথম জাতীয় পতাকা। বাংলাদেশের মানচিত্র খচিত ওই পতাকাটিই প্রথম ওড়ানো হয় ১৯৭১ সালের ২ মার্চ।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন ছাত্রনেতা আ স ম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মানচিত্র আঁকা লাল-সবুজ পতাকাটি উত্তোলন করেন। আর একারণেই প্রতি বছর ২ মার্চ বাংলাদেশে জাতীয় পতাকা উত্তলন দিবস পালন করা হয়। 

আজও  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় এই দিনটিকে স্মরণ করে পালন করা হবে জাতীয় পতাকা উত্তলন দিবস।

পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলে ১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন পূর্ব বংলার রাজধানী ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। ওইদিন তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে নানা শ্রেণী-পেশার মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে অকুতোভয় ছাত্রসমাজ ও জনতা। এরই প্রেক্ষিতে ছাত্রনেতা শিবনারায়ণ দাসের ডিজাইন করা পতাকাটি উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। সেদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়েই একধরণের শক্তি সঞ্চারিত হয় ছাত্র-জনতার মধ্যে। পাশাপাশি দেশের মানচিত্র খচিত পতাকাটি তাদের মধ্যে দেশ রক্ষায় অনুপ্রেরণা জাগায়।

এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয় ১৯৭১ সালের ২৩ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে তাঁর ধানমন্ডির বাসভবনে জাতীয় পতাকার উত্তোলন করেন। আর বিদেশের মাটিতে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে। 

তবে সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্তের বর্তমান পতাকাটি সরকারীভাবে গৃহিত হয় ১৯৭২ সালের ১৭ জানুয়ারি। শিল্পী কামরুল হাসানের ডিজাইন করা পতাকাটির সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতিক। আর বৃত্তের লাল রং দ্বারা উদীয়মান সূর্যকে বোঝানো হয়।