হত্যা মামলায় কামাল ইবেন ইউসুফের মেয়ে কারাগারে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৭ পিএম, ৩ মার্চ ২০১৯ রবিবার
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় মেয়ে বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফকে আওয়ামী লীগ নেতা ইউসুফ বেপারী হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত বছরের ১১ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গিতে নির্বাচনী সহিংসতায় নিহত হন আওয়ামী লীগ নেতা ইউসুফ বেপারী। দু’পক্ষের কথা কাটাকাটির জেরে পিটিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় নিহতের ভাই সোহরাব বেপারী ৩৮ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন। মামলার ৩৮ নম্বর আসামি নায়াব ইউসুফ গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন।
আজ রোববার দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানান নায়াব ইউসুফ। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বিকাল পৌনে ৫টার দিকে চৌধুরী নায়াব ইউসুফকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
