ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের নবীনবরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৫ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০১৮-১৯ বি.এস.এস. (সম্মান) শ্রেণীর ১ম বর্ষ প্রথম সেমিস্টার শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
একইসাথে বি.এস.এস.(সম্মান) শ্রেণীর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এম.এস.এস. শ্রেণীর বিদায় সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।
আজ আর. সি. মজুমদার আর্টস মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পপুলেশন সায়েন্সেস্ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।
এসময় বিভাগের ছাত্র উপদেষ্টা এ এইচ এম কিশোয়ার হোসেনসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
