ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১৭:৩৫:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সদরঘাটে নৌকাডুবি অভিযানে এক নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সদরঘাটে নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে।  শুক্রবার সকালে বুড়িগঙ্গায় তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ।  

বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদী থেকে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে।  তবে তিনি ওই নৌকার যাত্রী ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি উদ্ধার কর্মীরা।  এ ছাড়া উদ্ধার হওয়া নারীর নামের সঙ্গে নিখোঁজদের নামের মিল পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সানজিদা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তিনি নৌকার যাত্রী কিনা নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একই পরিবারের ছয়জন নিখোঁজ হন।

দুজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ইঞ্চিনচালিত ওই নৌকার যাত্রী শাহজালাল (৩৫) ও মাঝি। তাদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যারা নিখোঁজ হন- উদ্ধার হওয়া যাত্রী শাহজালালের স্ত্রী শাহেদা, মেয়ে মীম, ছেলে মাহী, শাহজালালের ভাগনি জামশিদা, জামশিদার স্বামী দেলোয়ার হোসেন ও তাদের পাঁচ মাসের শিশুসন্তান জুনায়েদ।

উদ্ধার হওয়া যাত্রী শাহজালালের বাসা কামরাঙ্গীরচরে। পেশায় তিনি দর্জি। গ্রামের বাড়ি শরীয়তপুর যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচর থেকে নৌকায় উঠেন শাহজালালসহ পরিবারের সাত সদস্য। রাত ১০টার দিকে নৌকাটি সদরঘাটে এসে পৌঁছায়। এ সময় লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশে সুরভী-৭ নামে একটি লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য ঘাট থেকে পেছন দিকে সরে। এতে পেছনে থাকা নৌকাটিতে ধাক্কা লাগে এবং সেখানে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।

-জেডসি