ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১৭:৫০:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

রাজধানীর মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকায় ফাতেমা (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার দিনগত রাত সোয়া ৮টায় বাউনিয়াবাঁধ এলাকার ই ব্লকের ১১/২৩ নম্বর বাসায় থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ফাতেমা বঙ্গবন্ধু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

মৃত ফাতেমার স্বজনেরা জানান, রাতে রুমের ফ্যানের সঙ্গে ফাতেমার মরদেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ফাতেমা ‘লীল প্রজাপতি’ নামে একটি ফেসবুক একাউন্ট ব্যবহার করতেন। তার ফেসবুকে ফাতেমা মৃত্যুর আগে ফিলিং সেড উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘মানুষের জীবনে তার সবচেয়ে কাছের মানুষ হলো মা। আর মায়ের চোখ ফাঁকি দিয়ে অন্যায় কাজ করলে তো ফল ভোগ করতে হবে। হয়তো সেইগুলোই ভোগ করছি। আজ যা হইছে তার জন্য নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কোনো কিছু হওয়ার আগেই সমাধানটা করে দিয়ে যাবো। সব সমাধান হবে। সরি! মা। আই লাভ ইউ মা’।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরানুল ইসলাম বলেন, মরদেহের ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।