শামসুন্নাহারের ভিপি ও জিএস স্বতন্ত্রপ্রার্থী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩১ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে শামসুন্নাহার হলেসহ-সভাপতি (ভিপি) পদে শেখ তাসনিম আফরোজ ইমি, সাধারণ সম্পাদক (জিএস) আফসানা ছপা নির্বাচিত হয়েছেন।
তারা দুজেনই কোটা সংস্কার আন্দোলনের নেত্রী এবং স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করেছেন।
এছাড়া আরো ৬টি পদসহ মোট ৮টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। হল সংসদের বাকি পাঁচটি পদে জিতেছেন ছাত্রলীগের প্রার্থীরা।
স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন নাহার হল সংসদে নির্বাচিত বাকিরা হলেন- সহ সাধারণ সম্পাদক (এজিএস) ফাতিমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সামিয়াজ জাহান, সাহিত্য সম্পাদক তাহসিন, সমাজসেবা সম্পাদক শিরিন আক্তার, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক খাদিজা বেগম ও কার্যনির্বাহী সদস্য তামান্না তাসনিম উপমা।
সোমবার রাতে হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।
সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।
