ঢাকা, বৃহস্পতিবার ০৯, মে ২০২৪ ৫:৩৬:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডাকসুর নবনির্বাচিত ভিপির সঙ্গে কাজ করবে ছাত্রলীগ: শোভন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করব, নুরও আমাদের সঙ্গে কাজ করবে। একইসঙ্গে কর্মীদের অবস্থান প্রত্যাহারের নির্দেশও দেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দেওয়া এক বক্তব্যে একথা বলেন তিনি।

ভিসি কার্যালয় থেকে অবরোধ প্রত্যাহারেরও ঘোষণা দিয়ে শোভন বলেন, না হলে তোমরা (ছাত্রলীগ কর্মীরা) আমাকে মানো না। তোমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখো।

বক্তেব্যের সময়ে ছাত্রলীগ কর্মীরা ‘নির্বাচন মানি না, মানবো না’ বলে শ্লোগান দিলে তিনি বলেন, অনেক সময় নিজেকে বলি দিতে হয়। এটা তোমাদের কাছে আমার অনুরোধ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই।

এর কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাঝে হামলার ঘটনা ঘটে। তবে হামলা থেকে উদ্ধার পেয়েই ভিপি পদ বাদে অন্য পদে পুনঃনির্বাচন চেয়েছেন তিনি।

-জেডসি