ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ২২:৩৭:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাঙ্গামাটিতে নির্বাচনী কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক থেকে ভোট শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে প্রিসাইডিং অফিসারসহ পাঁচজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  এসময় আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রিজাইডিং অফিসার শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, ভিডিপি মো. আল আমিন, ভিডিপি বিলকিস (৩৫), ভিডিপি মিহির কান্তি দত্ত ও কিশালয় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন নিহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই নির্বাচনের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, উপজেলার নয়মাইল এলাকায় নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে উপজেলা সদরে আসার পথে সন্ত্রাসীরা গুলি চালালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি মঞ্জুর আলম জানিয়েছেন, বাঘাইছড়ির কংলাক থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পাঁচজন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আরও ৭-৮ জন গুলিবিদ্ধ আছেন। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ইউপিডিএফ সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা সকালে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার পর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।

-জেডসি