ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ২০:৩০:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বর্ণসহ ধরা পড়া দুই এয়ার হোস্টেস রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ পিস স্বর্ণবারসহ গ্রেফতার সৌদি এয়ারলাইন্সের দুই এয়ার হোস্টেসের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড নেওয়া দুই কেবিন ক্রু হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।

মঙ্গলবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত রবিবার ( ১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকায় আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটের দুই ক্রু তাদের অন্তর্বাসে স্বর্ণের বার লুকিয়ে এনে ধরা পড়েন।

এসময় সায়মা আক্তারের কাছ থেকে ২৬ পিস এবং ফারজানার কাছ থেকে ১০ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

-জেডসি