সাফ চ্যাম্পিয়নশীপ থেকে বাংলাদেশ নারী দলের বিদায়
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৮ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের কাছে হেরে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল।
নেপালের বিরাট নগরের শহিদ রঙ্গশালা স্টেডিয়ামে আজ বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ দল।
এই জয়ের ফলে আগামী ২২ মার্চ একই ভেন্যুতে স্বাগতিক নেপালের বিপক্ষে ফাইনাল খেলবে ভারত।
ম্যাচের ১৮, ২২ এবং ৩৭ মিনিটে গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। বাংলাদেশ একটি গোল খেয়েছে অতিরিক্ত সময়ে।
