ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ১৯:৪৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চাওয়ায় পুলিশ কর্মকর্তার জেল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাইকোর্টের একজন বিচারপতির স্ত্রীর কাছে তাদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় এক পুলিশ কর্মকর্তাকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সাদিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তার বাসায় যান ওই পুলিশ কর্মকর্তা। ওই পুলিশ কর্মকর্তা তার মিথ্যা পরিচয় দেন। এসময় তিনি জানান তার নাম আবদুস সালাম। এছাড়া বিচারপতির স্ত্রীর কাছে দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বিচারপতির স্ত্রী যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা দিলে তিনি আরো দুই হাজার টাকা দাবি করেন।

-জেডসি