ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৩:১২:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুবর্ণচরে গণধর্ষণ মামলায় আ.লীগ নেতা রুহুলের জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ মামলার আসামি রুহুল আমিনের জামিনের বিষয়ে আগের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। আজ শনিবার সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এমএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ২৫ মার্চ পরবর্তী শুনানির দিনধার্য করেছেন আদালত।

এর আগে আওয়ামী লীগের নেতা (বর্তমানে বহিষ্কৃত) রুহুল আমিনের আবেদনের শুনানি শেষে গত ১৮ মার্চ তাকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট।

অভিযোগ রয়েছে, গত ৩০ ডিসেম্বর ভোটের রাতে রুহুল আমিনের নির্দেশে তার অনুসারীরা এক নারীকে গণধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ রুহুল আমিনকে গ্রেপ্তার করে।

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিনকে পরে দল থেকে বহিষ্কার করা হয়।