ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৪:৫৭:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পুনরায় গণভোটের দাবিতে লন্ডনে লাখো জনতার বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়া যাওয়ার প্রশ্নে আবারো গণভোটের দাবিতে লন্ডনে বিক্ষোভ করেছে লাখো মানুষ। শনিবার পার্ক লেন থেকে পার্লামেন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। এসময় ব্রেক্সিট ইস্যুতে আরও একবার গণভোট অনুষ্ঠানের দাবি সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার নিয়ে স্লোগানে দিতে থাকেন বিক্ষোভকারীরা। বিবিসির খবরে বলা হয়, ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ে যুদ্ধ-বিরোধী সমাবেশে ১০ লাখ মানুষ জড়ো হয়েছিলেন। তার পরে লন্ডনে এত বড় সমাবেশ এই প্রথম।

এদিকে, দুইবারের চেষ্টার পরও পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাশ করাতে ব্যর্থ হওয়া দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠের সমর্থন না পেলে তিনি হয়তো তার ব্রেক্সিট চুক্তি নিয়ে আর পার্লামেন্টে তৃতীয় ভোটে যাবেন না।

অপরদিকে, এমপিদের দাবির মুখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর কাছে ৯০ দিন সময় চেয়ে ৩০ জুন পর্যন্ত ব্রেক্সিট পিছিয়ে দেওয়ার অনুমতি চেয়েছিলেন মে। কিন্তু জবাবে তাকে ১২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে ইইউ। এর মধ্যে তৃতীয় ও শেষ বারের মতো তার চুক্তি পার্লামেন্টে পেশ করতে হবে। ওই চুক্তি যদি পাশ হয়ে যায়, সে ক্ষেত্রে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্রিটেনকে ২২ মে পর্যন্ত সময় দেওয়া হবে। কিন্তু চুক্তি পাশ না হলে, ১২ এপ্রিলের মধ্যে ইইউকে জানাতে হবে।

চলমান এই সংকটের সাথে আবারও গণভোটের দাবি জানিয়ে লাখো মানুষের বিক্ষোভ থেরেসা মে সরকারকে প্রবল চাপের মুখে ফেলে দিয়েছে।

-জেডসি