ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ১৪:৪৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এইচএসসি পরীক্ষায় সব কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি জানিয়েছেন, আমরা যেহেতু বিশেষ কোন ব্যবস্থা নিতে পারছি না। তাই আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আজ সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের সচিবসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, নানা ধরনের কোচিং আছে। একই জায়গায় বিভিন্ন কোচিং থাকে। অনেকে অসাধু উপায়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোচিং করিয়ে থাকে। সেটি ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। তাই সকল কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। যা শেষ হবে আগামী ৪ মে। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিক্ষাবোর্ডগুলো। এ বছর প্রায় ১২ লাখ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

-জেডসি