এফআর টাওয়ারে আগুন, বনানী সড়কে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় গুলশান-২ থেকে কামাল আতাতুর্ক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে টাওয়ারের ৯ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। এই ভবনটিতে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনে অনেক মানুষ এখনও আটকে আছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় চারিদিক থেকে উৎসুক জনতা এসে ভিড় জমিয়েছেন ঘটনাস্থলে। যে কারণে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধারকার্য বিঘ্নিত হচ্ছে। টাওয়ারের নীচে জমা জনতাকে সরিয়ে দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরইমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে আশপাশের সড়ক।
এ বিষয়ে বনানী থানার ডিউটি অফিসার রকিবুল জানান, আগুনের কারণে নতুন বাজার থেকে গুলশান-২ হয়ে বনানী এবং কাকলি থেকে বানানী পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার অভিযানে যেন কোনো বিঘ্ন না ঘটে সে কারণেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
-জেডসি
