‘সিঁড়ি না পাঠালে মারা যাবো’, ভবনের ভেতরে নারীদের আকুতি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সিঁড়ি না পাঠালে মারা যাবো, দ্রুত সিঁড়ি পাঠান। আমরা নিঃশ্বাস নিতে পারছি না- ফেসবুক লাইভে কথাগুলো বলছিলেন রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর এক আটকে পড়া নারী। তিনি বলছিলেন- আমরা অনেক্ষণ ধরে আটকা আছি। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করুন।
ওই লাইভে দেখা গেছে, ভেতরে নারীসহ অনেকে আটকা পড়েছেন। এসময় তারা চারিদিকে দৌড়াতে থাকেন। তাদের মধ্যে অনেকেই ধোঁয়ার কারণে মুখে ঢেকে রেখেছিলেন।
বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর বনানীর এফআর টাওয়ারটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। নৌবাহিনীর ফায়ার টিম ও বিমানবাহিনীর হেলিকপ্টার উদ্ধার কাজে অংশ নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
ভবনটি থেকে বেরিয়ে আসা কয়েকজন জানান, আগুন লাগার পরপরই অনেকে দ্রুত ভবনটি থেকে বেরিয়ে আসেন। আর যারা বুঝে উঠতে পারেননি তারা ভবনটির ভেতরে আটকা পড়েছেন। ভেতরে অনেক লোক এখনো আটকা পড়েছেন বলে জানান তারা।
আগুনের লেলিহান শিখা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ায় অনেকে প্রাণ বাঁচাতে নিচে লাফ দিয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। অনেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করছেন। আবার অনেকে কাঁচ ভেঙে দেয়াল বেয়ে নিচে নামার চেষ্টা করছেন। আর যারা এখনো ভেতরে আছেন তাদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন।
-জেডসি
