বনানীতে আগুন: নিহত ২৫, লাশ হস্তান্তর ২৪
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানী এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। আহত হয়েছে আরো ৭৩ জন। শুক্রবার সকালে অগ্নিদগ্ধ ভবনের সামনে দাড়িয়ে গুলশান পুলিশের উপকমিশনার মুশতাক হোসেন সাংবাদিকদের হতাহতের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় আর কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি। রাজউকের নিয়ম না মেনে ভবনটি নির্মাণের কারণে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নে জবাবে মুশতাক হোসেন বলেন, রাজউক অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ দুর্ঘটনাকবলিত ভবনটির মালিক প্রকৌশলী ফারুক হোসেন ও রূপায়ন গ্রুপের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলেও জানান তিনি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট দীর্ঘ ছয় ঘণ্টা প্রচেষ্টার পর এ অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
-জেডসি
