বনানীর অগ্নিকাণ্ডের মামলা তদন্ত করবে ডিবি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৯ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বনানীয় এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে দায়ের করা মমলা তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার রাতে গ্রেফতার হওয়া এফ আর টাওয়ারের জমির মালিক এসএমএইচ আই ফারুক (৬৫) এবং ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামের ১০ দিন করে রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠাবে পুলিশ।
ডিবি উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল রবিবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, মামলাটি তদন্ত করবে ডিবি পুলিশ। এরইমধ্যে দুই আসামি গ্রেফতার হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। অধিকতর তদন্তের জন্য তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে।’
শনিবার রাতে ভবনের বর্ধিত অংশের তাসভিরকে তার বারিধারার বাসা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রাতে গ্রেফতার হন জমির মালিক ফারুক।
উল্লেখ্য, বৃহস্পতিবার বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়।
-জেডসি
