গুলশান পুলিশ প্লাজার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১২ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর হাতিরঝিল সংলগ্ন গুলশানের পুলিশ প্লাজার ৭ম তলায় একটি দোকানে আগুন লেগেছে। রোববার (৩১ মার্চ) সকাল ১০টা ৬ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে তারা দুটি ইউনিট পাঠায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এর আগে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উল্লেখ্য, শনিবার গুলশানের ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইশোর বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে বনানীর এফআর টাওয়ার ভবনে আগুন লাগে। এ ঘটনায় প্রাণ হারান ২৬ জন। আহত হন অর্ধশতাধিক মানুষ।
-জেডসি
