ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৩৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারা দেশে আগামীকাল সোমবার (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ৬ মে পর্যন্ত। এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এবার দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন ছাত্র এবং ছাত্রী রয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৯ জন।

তত্ত্বীয় পরীক্ষার পর ৬ মে’র পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ১১ লাখ ৪৭ হাজার ৭৪৭জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় ৭৮ হাজার ৪৫১ জন অংশ নিচ্ছে।

এবারও পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে বসতে হবে পরীক্ষার্থীদের। প্রথমে প্রশ্নপত্রের বহুনির্বাচনী অংশের পরীক্ষার পর অনুষ্ঠিত হবে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা একটা ও বিকালের পরীক্ষা দুটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রশ্নফাঁস রোধে বিভিন্ন ধরনের কার্যক্রমের পাশাপাশি ইন্টারনেটে নজরদারি চালাতে গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটে লোকবল বাড়ানো হয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টও (সিআইডি) নেমেছে জোরালোভাবে।

-জেডসি