ডেমরায় তিতাস গ্যাসের মেইন লাইনে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪০ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ঢাকার ডেমরায় তিতাস গ্যাসের মেইন লাইন লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ১২টার দিকে ডেমরা ফায়ার সার্ভিস অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট একঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পথচারীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ছুটে আসেন। এ সময় ডেমরা ফায়ার সার্ভিসের টিম দ্রুত আগুন নেভানোর কাজে লেগে পড়ে। পরে ফতুল্লাসহ অন্যান্য টিম ঘটনাস্থলে ছুটে আসে।
এদিকে আগুন লাগার পর ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিতাস গ্যাসের ইমার্জেন্সি টিম লিডার ফারুক হোসেন জানান, কন্ট্রোল রুমে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে গ্যাসের মেইন লাইনের বাল্ব বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৬ এর উপসহকারী পরিচালক কাজী নজমুজ্জামান লেন, গ্যাসের এই মেইন লাইনটি আগেই লিক ছিল। কালবৈশাখী ঝড়ের সময় বিদ্যুৎ চমকালে হঠাৎ বৈদ্যুতিক পোল সংলগ্ন ওই লিকেজে আগুন ধরে যায়।
-জেডসি
