ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫১ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ।
মঙ্গলবার রাত পৌনে ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি রাত পেরিয়ে এখনো (বুধবার) চলছে।
সকালে ভিসি চত্বরে গিয়ে দেখা যায়, ভিপি নুরসহ শিক্ষার্থীরা শুয়ে আছেন। এর আগে রাত পৌনে ৮টা থেকে সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন তারা। ‘সন্ত্রাসী হামলা’র বিচার না হওয়া পর্যন্ত তারা সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাবেন বলে জানান।
অবস্থান ধর্মঘট কর্মসূচি সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন জানান, নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিভিন্ন আবাসিক হল থেকে বহিরাগতদের বহিষ্কার করা না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালবে। দাবি আদায়ে প্রয়োজনে লাশ হয়ে ফিরব।
মঙ্গলবার সন্ধ্যায় সলিমুল্লাহ মুসলিম হলে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে স্মারকলিপি দিতে গিয়ে ছাত্রলীগের হাতে অবরুদ্ধ হন নুর। এরপর পৌনে ৮টার দিকে হল প্রাধ্যক্ষের নিরাপত্তায় তিনি বের হন।
-জেডসি
