ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১৪:১৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খিলগাঁও কামারপট্টি বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও এলাকার রেললাইনের পাশের কামারপট্টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কয়েকটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি দোকান।

ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভাতে সহায়তা করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে ।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সংবাদ সম্মলনে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরে বিস্তারিত জানানো হবে।

-জেডসি