মৃত নারীর পেট থেকে ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৩ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা বেওয়ারিশ একটি নারীর পেটের ভেতরে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। ময়নাতদন্তের সময়ে এসব ইয়াবা পাওয়া যায়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি দ্য জানান, সোমবার কয়েকজন ব্যক্তি সঙ্গাহীন অবস্থায় ওই নারীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা লোকজন এম্বুলেন্স আনার কথা বলে পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানেই তার পেটের ভেতর থাকা ৫৭টি প্যাকেটে থেকে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
ওসি বলেন, তাদের সন্দেহ পাকস্থলিতে ইয়াবা পরিবহনের চেষ্টার কারণেই ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।
-জেডসি
