কাওরান বাজারের হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২১ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
এবার আগুন লাগলো কাওরান বাজারের হার্ডওয়্যার মার্কেটে। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রচেষ্টায় ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কিভাবে আগুণের সূত্রপাত হয়েছে এবং আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
-জেডসি
