ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১:৪৭:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অতিরিক্ত মদপানে রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অতিরিক্ত বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী মুহতাসিম রাফিত খান ও তুর্য রায়ের মৃত্যু হয়েছে।

শনিবার গভীর রাতে মদপানে অসুস্থ হয়ে একজন ও রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন আরেকজন মারা যান।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর জানান, গতকাল রাতে মদ খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর পাঁচটার দিকে একজন এবং সকাল সাতটার দিকে অন্যজন মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা দুজনই মদপানে অসুস্থ হয়ে মারা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে সঠিক তথ্য জানা যাবে বলে জানান তিনি।

নিহত শিক্ষার্থীরা হলেন- আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম রাফিত খান। তিনি রাজশাহী নগরীর মুন্নাফের মোড় এলাকায় সালফা বিন ছাত্রাবাসে থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার দৌলতপুত এলাকায়।

নিহত আরেক শিক্ষার্থী হলেন- তুর্য রায় অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনিও একই এলাকার সাইদ টাওয়ার মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। উভয়েই ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বলে জানা গেছে।

-জেডসি