মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জে রিট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩০ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুরের ১২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওই ১২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।
রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সনদ বাতিল হওয়া হারুন অর রশিদসহ ওই ১২ জনের পক্ষে এ রিট আবেদন দায়ের করেন তাদের আইনজীবী অমিত দাশ গুপ্ত।
রিট আবেদনের ওপর হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিছেন রিটকারীদের আইনজীবী অমিত দাশ গুপ্ত।
-জেডসি
