ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১২:৫৯:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্রেণিকক্ষের ছাদ ধসে ছাত্রীর মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীর ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ ধসে স্কুলছাত্রী মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট করা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণসহ আহতদের ১০ লাখ টাকা করে দেয়ার আবেদন জানানো হয়। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারেক এবং মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইট ফাউন্ডেশনের পক্ষ হয়ে রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির রিট আবেদনটি করেন।

নিহত স্কুলছাত্রীর নাম- মানসুরা (৮)। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। মানসুরা তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের নজির হোসেন তালুকদারের মেয়ে।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়লে ১১ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে মানসুরার মৃত্যু হয়।  

রিট আবেদনে উল্লেখ করা হয়, ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ভবনটি ২০০২ সালে নির্মাণ করেন সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। ভবনটি নির্মাণের এক বছরের সময়ই গ্রেড বিমে ফাটল ধরেছিল।

জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমান বলেন, ভবনের ছাদের পলেস্তারা ধসে আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মানসুরার লাশ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে আহতরা ভর্তি আছে, তারা অনেকটা আশঙ্কামুক্ত।

-জেডসি