নুসরাতের হত্যাচেষ্টাকারীদের বিচার হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৭ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে দেখে এলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তাকে দেখার জন্য রোববার রাত পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রীর গায়ে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যথাযথ তদন্ত করে দোষীদের অবশ্যই বিচার করা হবে বলে আশ্বাস দেন ডা. দিপু মনি।
এদিকে নুসরাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। তার চিকিৎসায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
-জেডসি
