ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১৪:১৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফতুল্লায় দগ্ধ শিশু সন্তানের পর মারা গেলেন মাও

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ শিশু সাফওয়ানের (১০) মৃত্যুর পর না ফেরার দেশে চলে গেলেন তার মা ফাতেমা আক্তার (৩০)।  এছাড়া আগুনে দগ্ধ বাকি দুই জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।

আজ সোমবার ভোরে সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকাকালীন ফাতেমা মারা যান।  এর আগে রবিবার রাত সাড়ে ৮টায় ফাতেমার শিশু সন্তান সাফওয়ানের মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে চিকিৎসকরা জানিয়েছে, ফাতেমার শরীরের ৯৪ শতাংশ এবং সাফওয়ানের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল।  

এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে ফাতেমার দুই সন্তান। তারা হলেন- সাইফ আলী বেগ (১৫) ও ফারিহা আক্তার ফারজানা (১২)। এদের মধ্যে ফারিয়ার ৯০ শতাংশ এবং সাইফ আলী বেগের ৯৮ পুড়ে গেছে।

প্রসঙ্গত, গত শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ফতুল্লায় ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইন টাওয়ারের ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা এলপি গ্যাসের চুলাতে রান্না করার জন্য ম্যাচের কাঠি জ্বালোনোর সাথে সাথে সিলিন্ডারে আগুন ধরে গেলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ফাতেমা আক্তারসহ তার বড় ছেলে সাইফ আলী, মেয়ে ফারিহা ফারজানা ও সাফওয়ান আলী আগুনে দগ্ধ হয়। সাফওয়ান স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত এবং ফারিয়া পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় ফাতেমার স্বামী আব্দুর রহিম বাসায় ছিল না। তিনি কর্মস্থলে থাকায় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পান।

-জেডসি