ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৫:৩০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্রীলঙ্কায় দুই বাংলাদেশি পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রবিবার

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনার পর থেকে এক শিশুসহ দুই বাংলাদেশি পর্যটক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সিরিজ বোমা হামলার ঘটনার অন্তত ১৫৬ জন নিহত হয়েছে।

রোববার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানান।

নিখোঁজ ব্যক্তিরা দেশটিতে বেড়াতে গিয়েছিল বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করেছে। যে কোনো বাংলাদেশি সহযোগিতার প্রয়োজন হলে হাইকমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদার সঙ্গে +৯৪৭১২৪০৬৩১৩ নম্বরে যোগাযোগ করতে পারেন। কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা তার জন্য প্রস্তুত।

প্রতিমন্ত্রী বলেন, বোমা হামলার ঘটনাটির পর এখন পর্যন্ত দু’জন বাংলাদেশী নিখোঁজ। এক্ষেত্রে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শাহরিয়ার আলম বলেন, আমরা জেনেছি একটি পরিবারের চারজনের মধ্যে দু’জন ‘রিপোর্টেড’ (তারা অক্ষত আছেন)। বাকি দু’জনের একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ‘নিখোঁজ’। তবে তাদের নাম-পরিচয় এখনো কিছুই জানা যায়নি। আমরা আশা করছি তাদের কোনো হোটেল বা হাসপাতালে রাখা হয়েছে। আমরা জানতে পারলেই জানিয়ে দেয়া হবে।

রোববার সকাল থেকে শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় তিনটি চার্চ, তিনটি হোটেল ও চিড়িয়াখানা এলাকায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫৬ জন নিহত হয়।