ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৩:২০:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৪২টি শিল্পখাতে নতুন করে বেতন নির্ধারণ হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১ মে ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের ৪২টি শিল্পখাতে নতুনভাবে বেতন নির্ধারণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

বুধবার সচিবালয় গেটে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা জানান তিনি।

বর্তমান সরকার শ্রমিকবান্ধব এমন মন্তব্য করে মুন্নুজান সুফিয়ান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক খাতে শ্রমিকদের বেতন বাড়িয়েছেন। এই সেক্টরটি ছাড়াও আমাদের আরও ৪২টি সেক্টর রয়েছে। সেখানেও তিনি নতুন করে মজুরি নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন।’

যারা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে শ্রমিকদের আট ঘণ্টা শ্রম বাস্তবায়নে ভূমিকা রেখেছেন তাদের অভিনন্দন জানিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, মে দিবসে আমাদের দেখতে হবে কেউ শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে কি না, শিল্প কারখানায় কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে কি না, শ্রমিকদের ঠিক মতো স্বাস্থ্যসেবা দেয় কি না। আমরা যদি এসব বিষয়গুলো দেখে আদায় করে নিতে পারি তাহলে মে দিবসের মর্যাদা সমুন্নত থাকবে।

শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান প্রমুখ।

এর আগে ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ স্লোগানে শ্রম মন্ত্রণালয় থেকে র‌্যালি বের হয়ে রাজধানীর পল্টন মোড় ঘুরে সচিবালয়ের গেটে এসে শেষ হয়।

-জেডসি