ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৯:১৬:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিয়ানমারে আহত পাইলট-ক্রুরা দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১১ মে ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট শামিম নজরুলসহ আহত তিন ক্রু, চার যাত্রী ও দুই গ্রাউন্ড ইঞ্জিনিয়ার বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছেছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। শাহজালাল বিমানবন্দর থেকে ক্যাপ্টেন শামিম নজরুলকে সম্মিলিত সামরিক হাসপাতালে এবং আহত বাকিদের রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিমানটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৪ জন আরোহী ছিলেন। আরোহীর মধ্যে একজন শিশু, পাইলট ও কেবিন ক্রু ছিলেন আরও চারজন। এদের মধ্যে আহত অন্তত ২৫  জন। যাদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেয়া হয়।

-জেডসি