ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১০:৪৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘স্বামী ও মেয়েকে পুড়িয়ে মারে সাবেক স্বামী’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১২ মে ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারে বসতঘরে আগুনে পুড়ে স্বামী ও মেয়ে নিহত হওয়ার ঘটনায় সাবেক স্বামীকে অভিযুক্ত করেছেন গৃহবধূ ছেনোয়ারা। এই গৃহবধূর অভিযোগ- তার সাবেক স্বামী আবদুল মোনাফ বাইরে থেকে দরজায় তালা মেরে তার বসতঘরে আগুন দেয়। এতে তার বর্তমান স্বামী ও মেয়ে মারা গেছে।

শনিবার রাতে কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউসপাড়ায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে মারা যান আতিকুর রহমান (৪০) ও তার মেয়ে সাদিয়া (৬)।

গৃহবধূ ছেনোয়ারার অভিযোগ, লাইট হাউসপাড়ার বাসিন্দা আবদুল মোনাফের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আতিকুরকে বিয়ে করেন তিনি। এর পর থেকে ওই বাড়িতেই মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিছুদিন আগে আবদুল মোনাফের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার রাতে আবদুল মোনাফ বাড়িতে এসে বাইরে থেকে দরজায় তালা মেরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ছেনোয়ারা, তার স্বামী আতিকুর রহমান ও তাদের সন্তানরা বাড়ির ভেতরে ছিলেন।

বাইরে থেকে দরজায় তালা দেয়ায় ভেতরে সবাই আটকা পড়েন। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান আতিকুর রহমান ও মেয়ে সাদিয়া।

আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল মোনাফকে আশপাশের লোকজন দেখেছেন বলেও দাবি করেছেন ছেনোয়ারা।

এদিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার বলেন, আগুনে পুড়ে শিশুসহ দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

-জেডসি