ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ১৮:৩২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে মমতার ‘কবিতা’

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিদ্যাসাগরের মতো মণীষীর গায়ে হাত পড়ায়, তিনি যে কতটা ক্ষুব্ধ, ঘটনা পরবর্তী সময়ে মিটিং-মিছিলে বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই ঘটনার প্রতিবাদে নির্বাচনের হাজারো ব্যস্ততার মধ্যেই লিখে ফেলেছেন কবিতা। কালি-কলম তার হাতে নতুন নয়। লিখেছেন অজস্র কবিতা। সেই কবিতার খাতায় নতুন সংযোজন ‘লজ্জিত’ নামের কবিতা। যেখানে নাম না-করে আক্রমণ আছে। বাংলা নিয়ে হুঁশিয়ারি আছে। গেরুয়া সন্ত্রাসে তিনি নিজে যে ‘লজ্জিত’, সেই অকপট স্বীকারোক্তিও রয়েছে।

লজ্জিত

ভাঙতে শিখেছ

গড়তে শেখনি

ভাঙাই তোমাদের কাজ

ভাঙতে গেলে থামতে হবে

ছিঃ ছিঃ নেইকো লাজ

হাত-পা ভাঙলে জোড়া লাগে

হৃদয় ভাঙলে জোড়ে না

মায়ের জীবন শেষ হলেও

মা কখনো হারায় না।

ঐতিহ্য নিয়ে খেলছো খেলা

বাংলাকে নিয়ে খেলো না,

সংস্কৃতির জাগরণ বাংলার মুক্তি

এত অবজ্ঞা কর না।

তোমাদের আছে অর্থের জোর

আর আমাদের প্রাণ-ভরা শ্রদ্ধা

বিদ্যার সাগর, আমি লজ্জিত

ক্ষমা চাওয়ার নেই স্পর্ধা!!!

গত ১৪ মে কলকাতায় অমিত শাহের রোড ঘিরে সহিংসতায় ভেঙে যায় বিদ্যাসাগরের মূর্তি। এরপরই বিজেপির ওপর দোষ চাপায় তৃণমূল। অপরদিকে বিজেপি দোষ চাপায় তৃণমূলের ওপর।

-জেডসি