ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ১২:০১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইন্দোনেশিয়ার যে গ্রামে মা ছাড়াই বেড়ে উঠছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের একটি গ্রামের প্রায় সব তরুণ মা দেশের বাইরে কাজ করতে গেছেন। এ কারণে ওই গ্রামটিকে 'মা ছাড়া গ্রাম' বলা হয়। গ্রামটির প্রকৃত নাম ওয়ানাসাবা।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, মায়ের অনুপস্থিতিতে দাদি, চাচি, ফুফু বা খালার কাছেই থাকে এসব শিশু। এমনকি গ্রামের সবাই সব শিশুর দেখাশোনা করে। ছোট থেকেই মায়ের দেখা না পাওয়ায় অনেক শিশু তাদের মাকে চিনেই না।

মা ছাড়া বেড়ে উঠা তেমনই একজন শিশু এলি সুসিয়াওয়াতি। তার বয়স যখন ১১ বছর তখন দাদির হাতে রেখে তার মা চলে যায়। এরপর অনেক কষ্টে মায়ের কথা ভুলে থাকতে হয়েছে তাকে।

তার বাবা-মায়ের মাত্রই বিচ্ছেদ হয়েছে তখন, পরিবারের সবার মুখে খাবার তুলে দেয়ার জন্য গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে চলে যান এলির মা। এলি এখন দ্বাদশ শ্রেণিতে পড়ে।

সে জানিয়েছে, মা চলে যাবার পর সেই সময়টা তার কী কষ্টে কেটেছে। মায়ের সঙ্গে দীর্ঘ সেই বিচ্ছেদের ব্যথা যেন এখনও তার চোখ মুখে। সে জানায়, আমার ক্লাসের বন্ধুদের বাবা-মায়েদের যখন আমি দেখি, মন খুব খারাপ হয়। কত বছর ধরে আমি অপেক্ষা করছি মা আসবে।

এলি বলে, আমি চাই না আমার মা আর বিদেশে কাজ করুক, আমি চাই উনি দেশে ফিরে আসুক। আমাকে আর আমার ভাইবোনকে দেখে-শুনে রাখুক।

-জেডসি