ঢাকা, বৃহস্পতিবার ০৯, মে ২০২৪ ৭:২০:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রত্যন্ত দ্বীপে মিলল ১০ লাখ জুতো, ৩.৭ লক্ষ টুথব্রাশ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৯ মে ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রায় ৪১ কোটি প্লাস্টিকজাত দ্রব্যের দেখা মিলল অস্ট্রেলিয়া থেকে দূরবর্তী একটি অঞ্চল কোকোজ আইল্যান্ডে। প্রত্যন্ত অঞ্চলে এত বিপুল পরিমাণ প্লাস্টিক দ্রব্যের খোঁজ পেয়ে গবেষকদের চোখ কপালে উঠেছে।

গবেষকদের হিসেব বলছে, প্রায় ৪১ কোটিরও বেশি এই ধরনের পদার্থ জমা হয়েছে ওই আইল্যান্ডে। যে জিনিসপত্র জমা হয়েছে তার মধ্যে ১০ লাখ জুতো এবং ৩.৭ লাখ টুথব্রাশ। তবে একটি বিষয়ে গবেষকদের চক্ষু চড়কগাছ যে ওই অঞ্চলের প্রায় ৬০০ পরিবারের বসবাস। তাহলে এত বিশাল পরিমাণের প্লাস্টিকজাত দ্রব্য এল কোথা থেকে?

হিসেব বলছে, প্রায় ২ লক্ষ ৩৮ হাজার কিলোগ্রামের মতো প্লাস্টিক দ্রব্য মিলেছে ওই জায়গায়। গবেষকদের কথা অনুযায়ী, 'আমরা শুধুমাত্র ১০ সেমি গভীরতার নমুনা সংগ্রহ করতে পেরেছি। এখনও বেশ কিছু অঞ্চলের বর্জিতাংশের খোঁজ মেলেনি।'

-জেডসি