ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ১৬:০৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সঙ্গীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরুল সঙ্গীত গবেষক ও কণ্ঠশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক শোকবার্তায় দেশের সঙ্গীতাঙ্গন বিশেষত নজরুল সঙ্গীতে খালিদ হোসেনের অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হল।’
শেখ হাসিনা শিল্পীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী কণ্ঠশিল্পী খালিদ হোসেনের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছিলেন।
একুশে পদক বিজয়ী খালিদ হোসেন গতকাল বুধবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তার কিডনী জটিলতার পাশাপাশি বার্ধ্যক্যজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়। এসব সমস্যার কারণে এ মাসের প্রথম দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা হাসপাতালে রেখে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
খালিদ হোসেন ১৯৩৫ সালের ৪ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান ভারত) পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের পর তিনি পরিবারের সাথে কুষ্টিয়ার কোর্টপাড়ায় চলে আসেন। ১৯৬৪ সাল থেকে তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন।
খালিদ হোসেন সঙ্গীত প্রশিক্ষক ও নিরীক্ষক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নজরুল ইনস্টিটিউটে নজরুল গীতির আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য ছিলেন।
শিল্পী খালিদ হোসেনের ছয়টি নজরুল গীতির অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার সর্বশেষ নজরুল গীতির অ্যালবাম হল ‘শাওনো রাতে যদি’। এছাড়া তার ১২টি ইসলামী গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে। তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম ‘চম্পা নদীর তীরে’।
খালিদ হোসেন নজরুল গীতিতে অবদানের জন্য ২০০০ সালে একুশে পদক পান। এছাড়াও তিনি নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ বহু সম্মাননা লাভ করেছেন।
আজ বৃহস্পতিবার পৈত্রিক বাড়ি কুষ্টিয়ার কোটপাড়ায় তাকে দাফন করা হবে বলে জানা গেছে।