ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ৬:১০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গুজরাটে কোচিং সেন্টারে আগুন, ১৮ শিক্ষার্থী নিহত (ভিডিও)

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৯ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

ভারতের গুজরাটের সুরাটে একটি কোচিং সেন্টারে আগুন লেগে অন্তত ১৮ শিক্ষার্থীর নিহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বেশির ভাগ শিক্ষার্থীর বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে চার লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুরাটের ওই কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের মাত্রা ব্যাপক ছিল। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা গেছে, অনেক শিক্ষার্থী প্রাণ বাঁচাতে ভবনের জানালা দিয়ে ঝাঁপ দিচ্ছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। তক্ষশিলা কমপ্লেক্স নামের বহুতল ভবনটির একদম ওপরের দুটি তলায় এই আগুন ছড়িয়ে পড়ে।

সংবাদ সংস্থা পিটিআইকে এক দমকল কর্মকর্তা বলেন, ‘চার ও পাঁচ তলার ছাত্ররা নিজেদের বাঁচাতে ভবনের নিচে লাফ দিয়েছে। অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।’

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, ‘সুরাতের অগ্নিকাণ্ডে আমরা গভীর শোকগ্রস্ত। কর্মকর্তাদের প্রয়োজনীয় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত আক্রান্তদের জন্য প্রার্থনা করছি। যারা আহত হয়েছে, তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। মৃতদের আত্মাদের জন্য আমি প্রার্থনা করি। ওম শান্তি।''

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সুরাটের অগ্নিকাণ্ডে আমি অত্যন্ত দুঃখিত। শোকগ্রস্ত পরিবারগুলোকে আমার সহানুভূতি জানাই। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। গুজরাত সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা করতে বলা হয়েছে।’