রাজধানীতে হঠাৎ বৃষ্টি, জনজীবনে স্বস্তি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৯ এএম, ১ জুন ২০১৯ শনিবার
অবশেষে রাজধানীতে হঠাৎ দেখা মিললো এক পশলা বৃষ্টির। এতে গেল কয়েকদিনের গরমে অতিষ্ঠ জনজীবনে ফিরেছে স্বস্তি। চলছে রোজার মাস, তার ওপর চলছে প্রচণ্ড দাবদাহ। গত কয়েকদিন ধরে তাই বৃষ্টির জন্য হাঁসফাঁস করছিলো মানুষ। অবশেষে এই তীব্র গরমে পরশ বুলিয়ে গেলো স্বস্তির বৃষ্টি।
শুক্রবার (৩১ মে) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টি নামে। বর্ষণের সঙ্গে হালকা বাতাস পরিবেশ করে দেয় আরও ঠাণ্ডা। এতে নগরে যেন প্রশান্তি নেমে আসে।
হঠাৎ বৃষ্টিতে রাস্তায় থাকা ব্যস্ত মানুষরা আটকে পড়েন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশেপাশের দোকানপাট, বাড়ির সামনের বারান্দা ইত্যাদিতে আশ্রয় নেন পথচারীরা।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ঢাকায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রার কারণে দিনভর তাপপ্রবাহ ছিল কড়া। সন্ধ্যায়ও রেশ ছিল ভ্যাপসা গরমের।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, তিন দিন পর ঢাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও ছিলো।
পবিত্র মাহে রমজানের শুরু থেকেই চলমান তাপপ্রবাহের কারণে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক সেই মুহুর্তে এই এক পশলা বৃষ্টি সকলের মনে প্রশান্তি ফিরে এনেছে।
এদিকে শুক্রবারের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশের কিছু-কিছু এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী ও বরিশাল অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু-কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু-কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।
শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের কার্যাশক্তি বৃদ্ধি পেতে পারে।
