ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ৮:৪০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরেছেন স্পিকার শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুর ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘‘ডেভলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস: অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন।
কর্মশালা চলাকালে স্পিকার সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি এবং সিঙ্গাপুর পার্লামেন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার মি.তান চুয়ান জিন এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। সিঙ্গাপুরে ২৬ থেকে ৩০ মে পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র নেতৃত্বে এ, এফ, এম রুহুল হক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি এবং নাহীদ ইজহার খান এমপি অংশগ্রহণ করেন।
স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন ।