ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়েন এক নারী
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার
কমলাপুর রেল স্টেশনে চলন্ত ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়েন এক নারী যাত্রী। ঘটনাটি আজ মঙ্গলবার সকালে ঘটে। বৃষ্টির কারণে ট্রেনের ছাঁদ পিচ্ছিল হওয়ায় তিনি ভারসাম্য রাখতে না পেরে ছিটকে পড়েন। তবে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি সুস্থ্য আছেন।
যাত্রীচাপ বেশি থাকায় আজ সকালে আড়াই ঘণ্টা দেরিতে ছেড়েছে রাজশাহীগামী ধুমকেতু এবং খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। দেরিতে ছেড়েছে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন। অস্বাভাবিক যাত্রীচাপের কারণে শিডিউল বিপর্যয়ে পড়েছে রংপুর এক্সপ্রেস ও লালমনি ঈদ এক্সপ্রেস।
