তেজগাঁওয়ে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও এলাকায় পারিবারিক কলহের জেরে লামিয়া নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত লামিয়ার স্বামী আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাত একটার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর তিনি ঘর থেকে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তিনি।
আনোয়ার আরও জানান, বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় লামিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দুটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত লামিয়া বরগুনা জেলার আমতলী থানার বোয়ালিয়া গ্রামের রুহুল আমিন হাওলাদারের মেয়ে। রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ির টিনসেট দ্বিতীয় তলার নিচতলায় স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আবদুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
-জেডসি
