ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ২১:৫০:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ময়মনসিংহে একসঙ্গে তিন বোন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে যমজ তিন বোন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় শনিবার ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জেলার ফুলপুর উপজেলা থেকে তারা নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন- চম্পা, রাজিয়া ও সুলতানা। ফুলপুরের ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তারা। তাদের পিতা ধান ব্যবসায়ী আব্দুর রহমান।

১৪ জুন রাত ১১টার পর দক্ষিণ ভাইটকান্দির নিজ পিত্রালয় থেকে হঠাৎ তারা নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাননি স্বজনরা।

নিখোঁজদের সন্ধান পাওয়া গেলে ০১৭১৩ ৩৭৩৪৩৭ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

-জেডসি