ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ২১:৪৬:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুন্দরবন রক্ষায় নদীর লবণাক্ততা দূর করা প্রয়োজন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

সুন্দরবন রক্ষা করা জন্য ও বাঘের সংখ্যা বাড়ানোর জন্য নদীর লবণাক্ততা দূর করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য শতকার ২০ ভাগ পর্যন্ত বনায়ন করব। সেই লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন কাজ করে যাচ্ছি। আপনারা জানেন ম্যানগ্রোভ বন সারা বিশ্বের সবচেয়ে বড়। 

তিনি বলেন, এই বন রক্ষণাবেক্ষণে ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। সুন্দরবন রক্ষায় রয়েল বেঙ্গল টাইগারের একটা ভূমিকা রয়েছে। বাঘের ভয়ে অনেকে এই বনের ভেতর যায় না।

শেখ হাসিনা আরও বলেন, যারা বনের ভেতর মৎস্য আরোহণের জন্য যায় অনেক সময় তারা ক্ষতিগ্রস্ত হয়। তাদের বিকল্প কাজের ব্যবস্থাও করে দিয়েছি ইতিমধ্যেই। বনদস্যু যারা ছিল তারা ইতিমধ্যে আমাদের কাছে সালেন্ডার (আত্মসমর্পণ) করেছে। প্রত্যেককে আমরা নগদ টাকা দিয়ে জীবন-জীবিকার জন্য নতুন পথ করে দিয়েছি। 

প্রধানমন্ত্রী বলেন, এই বন আমাদের জাতীয় সম্পদ। সকলকে উদ্যোগী হয়ে  বনজ সম্পদ রক্ষা করতে হবে।